ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তারা নারীদের শরীর টার্গেট করে ছবি তুলে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৭ জুন ২০২৪   আপডেট: ১২:২৩, ৭ জুন ২০২৪
‘তারা নারীদের শরীর টার্গেট করে ছবি তুলে’

ভারতীয় অভিনেত্রী মোনা সিং। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখে বেশ কিছু আইকনিক সিনেমায় অভিনয় করেছেন। যদিও আগের মতো অভিনয়ে অতটা সরব নন এই নায়িকা। এবার পাাপারাজ্জিদের আচরণ নিয়ে কড়া ভাষায় কথা বললেন তিনি।

নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন মোনা সিং। পাপারাজ্জিদের ব্যাপারে তিনি বলেন,  ‘তারা নারীদের শরীর টার্গেট করে ছবি তুলে। তারা কি ছেলেদের বেলায়ও এমন করবে? তারা কি ক্যামেরা জুম করে হাঁটার সময়ে ছেলেদের উরুর ছবি তুলবে? না, তারা এটা করবে না। কিন্তু তারা প্রত্যেক নারীর ক্ষেত্রে এমনটা করবে।’

আরো পড়ুন:

সব অভিনেত্রীকে এ বিষয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে মোনা সিং বলেন, ‘আপনি কোনো ইভেন্ট বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিন, দেখবেন এই ধরনের ছবি বা ভিডিওতে নিজেকে দেখতে পাবেন। আমার মনে হয়, প্রত্যেক অভিনেত্রীর প্রতিবাদ করা উচিত। তারা যা করে তাতে নিজেকে শান্ত রাখা কঠিন ব্যাপার।’

মোনা সিং অভিনীত নতুন সিনেমা ‘মুঞ্জা’। আদিত্য সরপোতদার পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শর্বরী, অভয় বর্মা, বরুণ ধাওয়ান, সুহাস জোশি প্রমুখ। ভৌতিক ঘরানার সিনেমাটি আজ মুক্তি পেয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়