ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১০ জুন ২০২৪  
শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’

ঢাকা পদাতিকের আলোচিত প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাটকটির নির্দেশক কাজী চপল।

হাস্যরসাত্মক লোকনাটকটি খুলনা অঞ্চল থেকে সংগ্রহ করে নাট্যরূপ দিয়েছেন কাজী চপল। লোকজ এ নাটকটি দেশীয় ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে উপস্থাপন করছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে নাটকের কাহিনিতে। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনার অসংখ্য লোককবি ভাটিয়ালি সুরে যে ভাব, রস মনে গ্রথিত করেছেন, তা এই নাটকের মূল উপাদান। গানের মাধ্যমে নাটকের মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে বলেও জানান নির্দেশক।

নাটকে অভিনয় করবেন- কাজী শিলা, রাহাত, শ্যামল হাসান, কিরণ যাকারিয়া, আল আমিন, সুমন ঘোষ, জয়া, তন্দ্রা, নিপা, সেতু, রিয়া,  সজল, কবির, শংকর মন্ডল, আতিকসহ অনেকে।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়