ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা : কনকচাঁপা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৬ জুলাই ২০২৪  
স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা : কনকচাঁপা

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। সহকর্মীরা এই ‘প্লেব্যাক সম্রাট’-কে স্মরণ করছেন। তার সঙ্গে অসংখ্য গানে প্লেব্যাক করেছেন কনকচাঁপা। নন্দিত এই শিল্পীকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। 

কনকচাঁপা লিখেছেন: ভাবতেই অবাক লাগে কি নির্ভার, কি প্রশ্রয়ে এমন চুলার পাড়ের বিলাইয়ের মতো করে বড় ভাইয়ের সোফার হাতলে বসে ছিলাম আনন্দে। এমনই বড় ভাই-ছোট বোন সম্পর্ক ছিল আমাদের! তাঁর গানের সৌকর্য-সৌন্দর্য কোয়ালিটি নিয়ে কথা না বললেও চলে। কিন্তু তিনি মানুষ হিসেবে কতটা আন্তরিক ছিলেন তা এই ছবিই বলে দেয়!

তিনি আরও লিখেছেন: চার বছর হয়ে গেলো! আশ্চর্য! অথচ তাকে ছাড়া বাংলাদেশের গানপ্রেমী মানুষের একদিনও কি চলে! স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা।

সংগীতজীবনে ১৫ হাজারেরও বেশি গান গেয়েছেন এন্ড্রু কিশোর। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তার গাওয়া গানের মধ্যে ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’ বা ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’, ‘এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না’ উল্লেখযোগ্য। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়