ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পকলায় ‘রাজার চিঠি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৯ জুলাই ২০২৪  
শিল্পকলায় ‘রাজার চিঠি’

‘রাজার চিঠি’ নাটকের ৫০তম মঞ্চায়ন করবে নাট্যদল জাগরণী থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আগামী ১১ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ করবে দলটি। মাহফুজা হিলালীর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনি নিয়েই ‘রাজার চিঠি’ লেখা। 

এক সময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে, হরিদাস বসাকও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। এ সময় অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু যে ঠিকানায় রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছেন, সে ঠিকানা হরিদাস বসাক বদল করতে চান না। নাটকে ১৯৪৭ সালের দেশ ভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়। 

এরপর আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ভয়াবহতায় হরিদাস বসাকের স্বপ্নভঙ্গ হয়। পুড়িয়ে ফেলা বাড়িঘর দুয়ারের সামনে দাঁড়িয়ে হরিদাস বসাক সে দিন তার আত্মজনের খোঁজ নেন না, শুধু শিশুর মতো হাহাকার করেন চিঠিটির জন্য। এ অবস্থায় পাকিস্তানি আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। তার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে আর্মিরা তাকে মারতে থাকে। 

এতে অভিনয়ে রয়েছেন স্মরণ সাহা, শ্রেয়া সাহা স্বর্না, জুলিয়েট সুপ্রিয়া সরকার, মো. ইয়াসিন শামিম, অনিকেত পাল, সজীব ঘোষ প্রমুখ। আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, কোরিওগ্রাফি অনিকেত পাল, পোশাক পরিকল্পনা এনাম তারা সাকী।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়