ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে চোর-ডাকাতগুলোর কলিজা বড়: আফজাল হোসেন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৮:১২, ১৫ জুলাই ২০২৪
দেশে চোর-ডাকাতগুলোর কলিজা বড়: আফজাল হোসেন

নন্দিত অভিনেতা আফজাল হোসেন নির্মাতা ও চিত্রশিল্পী হিসেবেও সমাদৃত। সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। আজ সকালে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দেশ-সমাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। তার পোস্টে উঠে এসেছে ন্যায়-অন্যায়কারীর দৃষ্টিভঙ্গী।    

আফজাল হোসেন লিখেছেন, ‘দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষও। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা ওপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা-গুঁতোয় হয়েছে উধাও। কষ্টের জীবন নিয়ে মানুষের অত ক্ষোভ-অশান্তি ছিল না। ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে যাদের চাওয়া অশেষ, পাওয়ারও শেষ নেই।’

‘ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে ভাবে, অন্যায় যদি করি— দেশের আইন গলা চেপে ধরবে, আবার ওপরওয়ালা শেষ বিচারের দিন একচুলও ছাড় দেবেন না। দেশের চোর-ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ- কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে-থুয়েই করে-সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়।’

‘ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে আমাদের ভয়ডর এত কেন! চোর, ডাকাত, লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে সেই তাপে কারও কারও মনে হয় সবাই যখন করছে, এক-আধটু নিজে করলে অসুবিধা কী! ওই ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে, তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায় না।’ আক্ষেপ করে লিখেছেন এই অভিনেতা। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়