ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটকের পর ছাড়া পেয়েছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৭, ২৪ জুলাই ২০২৪
আটকের পর ছাড়া পেয়েছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী

সংযুক্ত আরব আমিরাতে আটকের পর পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খানকে ছেড়ে দিয়েছে স্থানীয় পুলিশ।

রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে তারই প্রাক্তন ম্যানেজার সালমান আহমদ গত ১৩ জুলাই দুবাইয়ে মানহানির মামলা দায়ের করেন। গত ২২ জুলাই দুবাইয়ের বুর থানা পুলিশ এ গায়ককে আটক করে। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান, রাহাত ফতেহ আলী খান গানের কাজে দুবাই গিয়েছেন। লাহোর থেকে দুবাই এয়ারপোর্টে নামার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে ইমিগ্রেশন সেন্টারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। স্টেটমেন্ট দেওয়ার পর পুলিশ রাহাত ফতেহ আলী খানকে ছেড়ে দেন। রাহাত ফতেহ আলী ও সালমান পরস্পরের নামে একাধিক মামলা দায়ের করেছেন।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম গ্রেপ্তারের খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। তাতে তিনি বলেন, ‘একটি গান রেকর্ড করার জন্য দুবাই এসেছি। আমার গ্রেপ্তারের খবর কিছু মিডিয়া ছড়িয়েছে। দয়া করে এ খবর কেউ বিশ্বাস করবনে না। খুব শিগগির প্রিয় দেশে ফিরে সুপারহিট গান উপহার দেব।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়