ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডে পা রাখছেন সুস্মিতার কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৪৬, ২৮ জুলাই ২০২৪
বলিউডে পা রাখছেন সুস্মিতার কন্যা

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি অভিনীত সিনেমা ‘ব্যাড নিউজ’। আনন্দ তিওয়ারি পরিচালিত এ সিনেমায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কাজ করেছেন অভিনেত্রী সুস্মিতা সেনে কন্যা রেনে সেন। এবার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন রেনে।

ইনস্ট্যান্ট বলিউডকে সাক্ষাৎকার দিয়েছেন রেনে। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, কবে বলিউডে অভিষেক হবে? উত্তরে রেনে সেন বলেন, ‘আশা করছি, খুব শিগগির। কারণ আমি অডিশন দিচ্ছি। ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ভালো কিছু ঘটবে। এই সময়টা খুব ভালো। কারণ এখন বিভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। আর আমি সেই ভালো গল্পের অংশ হতে চাই।’

আরো পড়ুন:

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সি এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা অজানা। বিয়ে না করলেও দুই কন্যা সন্তানের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন এই অভিনেত্রী। এরপর নিজের মেয়ের মতো করেই তাকে বড় করেছেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়