ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমিতাভকে গাড়ি উপহার দিয়ে থাপ্পড় খেয়েছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১ আগস্ট ২০২৪   আপডেট: ২০:১১, ১ আগস্ট ২০২৪
অমিতাভকে গাড়ি উপহার দিয়ে থাপ্পড় খেয়েছিলেন পরিচালক

বলিউড পরিচালক, প্রযোজক বিধু বিনোদন চোপড়া। তার নির্মিত ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেন— অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্তের মতো তারকারা।

‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ সিনেমায় অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল রোলস-রয়েস প্যান্থম গাড়ি উপহার দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। এজন্য মায়ের হাতে থাপ্পড় খেয়েছিলেন এই নির্মাতা। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

স্মৃতিচারণ করে বিধু বিনোদ চোপড়া বলেন, “আমি এ ঘটনা কখনো ভুলব না। অমিতাভ বচ্চনকে আমি যখন গাড়ি উপহার দিই, তখন মাকে সঙ্গে নিয়েছিলাম। গাড়ির চাবি মা নিজ হাতে অমিতাভ বচ্চনের হাতে তুলে দেন। আনুষ্ঠানিকতা সেরে মা আমার গাড়িতে ওঠেন। আমার গাড়িটি ছিল মারুতি ভ্যান। মা অমিতাভ বচ্চনকে ‘লম্বু’ বলতেন। ওই সময়ে আমার গাড়ির ড্রাইভার ছিল না। গাড়িতে বসে মা বলেন, ‘তুমি লম্বুকে গাড়ি দিলে?’ জবাবে বললাম, ‘হ্যাঁ।’ মা বললেন, ‘তাহলে তুমি কেন নতুন গাড়ি কিনছো না?”

মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা বর্ণনা করে বিধু বিনোদন চোপড়া বলেন, “আমি মাকে বলি, আমার গাড়ি কিনতে কিছুটা সময় লাগবে। এ কথা শুনে মা বলেন, ‘তোমার গাড়ি কিনতে ১১ লাখ রুপি তো লাগবেই!’ মায়ের কথা শুনে আমি হাসি। কারণ মা জানতেন না অমিতাভ বচ্চনকে উপহার দেওয়ার গাড়ির মূল্য ৪ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩০ লাখ টাকার বেশি)। এরপর মাকে গাড়ির দাম বলি। আর তা শুনেই মা আমাকে থাপ্পড় মেরে বলেন, ‘বোকা।’ এ ঘটনা আমি কখনো ভুলব না। কারণ টাকা আপনাকে আনন্দ দিতে পারে না।”

বিধু বিনোদ চোপড়া নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’। গত বছরের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর চর্চায় পরিণত হয় সিনেমাটি। অল্প বাজেটে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসা করে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর সিনেমাটির জনপ্রিয়তার বাতাস বাংলাদেশেও লাগে। এ নিয়ে চর্চা কম হয়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়