ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে জীবন গেছে তা আর ফিরে আসবে না: জয়া আহসান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৯, ২ আগস্ট ২০২৪
যে জীবন গেছে তা আর ফিরে আসবে না: জয়া আহসান

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগে অনেকে প্রাণ হারিয়েছেন। এ অস্থিরতা এখনো থামেনি।

দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। গতকালও তারকাদের একাংশ রাস্তায় নেমেছিল। তারাদের ভিড়ে জয়া আহসানকে অনেকেই খুঁজছিলেন। কিন্তু তাকে দেখা যায়নি। অবশেষ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন ‘গেরিলা’খ্যাত এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে র্দীঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান। এ লেখার শুরুতে তিনি বলেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো, তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস-অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা!’

এতদিন নীরব থাকার কারণ খানিকটা ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত, আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখব? কি বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকি পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’

সৃষ্টিকর্তার কাছে আর্জি জানিয়ে জয়া আহসান বলেন, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়