ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শোকবার্তায় বিরক্ত অক্ষয়, বললেন ‘মরে যাইনি এখনও’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৪৫, ৩ আগস্ট ২০২৪
শোকবার্তায় বিরক্ত অক্ষয়, বললেন ‘মরে যাইনি এখনও’

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার ক্যারিয়ারের খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। গত দেড় বছর ধরে তার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘সারফিরা’ সিনেমা। এটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষজন অক্ষয়কে শোকের বার্তা পাঠাচ্ছেন। আর এ ঘটনায় বেশ বিরক্ত এই নায়ক। শুক্রবার (২ আগস্ট) মুম্বাইয়ে নিজের আপকামিং সিনেমা ‘খেল খেল মে’-এর ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

আরো পড়ুন:

ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে অক্ষয় বলেন, ‘আমি খুব বেশি ভাবি না। আমি আপনাদের বলছি, আমার চার-পাঁচটি সিনেমা চলেনি। আমার কাছে অনেক মেসেজ আসে- ‘সরি ইয়ার, চিন্তা করো না।’ এই ধরনের সমবেদনা মোটেই পছন্দ নয় অভিনেতার।

বেশ কড়াভাবে অভিনেতা বলেন, ‘এখনও আমি মরে যাইনি। মানুষ শোকবার্তা পাঠাচ্ছে, মানুষ বার্তার মাধ্যমে সমবেদনা জানাচ্ছে। একজন সাংবাদিক লিখেছিলেন, ‘চিন্তা করবেন না, আপনি ফিরে আসবেন’, আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ‘কেন এটা লিখছেন?’ ‘ফিরে আসব’ মানে কী? কোথায় গেলাম? আমি এখানে আছি এবং আমি কাজ করে যাব।’

আপতত অতীত ভুলে সামনের দিকে তাকাচ্ছেন অক্ষয়। তিনি বলেন, ‘আমি কাজ করতে থাকব, তাতে মানুষ যাই বলুক। সকালে ঘুম থেকে উঠি, ব্যায়াম করি, কাজে বের হই এবং বাড়ি ফিরি। আমি অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করি, আর সেটা নিজের দমে। কারো কাছে কখনও সাহায্য চাইব না।’

একটা সময় বলিউডের খানদের ছাপিয়ে বক্স অফিসে হিট মেশিন হয়ে উঠেছিলেন ‘সিং ইজ কিং’ তারকা। তবে গত কয়েক বছর থেকে সময়টা ভালো যাচ্ছে না তার। ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘সেলফি’ এবং ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাগুলো দর্শক ধরে রাখতে ব্যর্থ হয়েছে। চলতি বছর ‘বড়ে মিয়া ছোটে মিয়ার’ মতো বিগ বাজেট সিনেমার ভরাডুবির কারণে প্রশ্নের মুখে অক্ষয়ের ক্যারিয়ার। 

আসন্ন ‘খেল খেল মে’ সিনেমায় বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে অক্ষয়কে। এ সিনেমায় আরও থাকছেন তাপসী পান্নু, ফারদিন খান, অ্যামি ভির্ক, প্রজ্ঞা জয়সওয়াল ও আদিত্য শীল। এটি পরিচালনা করেছেন মুদাসসর আজিজ। সিনেমাটি ১৫ আগস্ট মুক্তি পাবে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়