ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অক্ষয়কে কেন ‘বিষাক্ত ঘাস’ খেতে বললেন টুইঙ্কেল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১২ আগস্ট ২০২৪  
অক্ষয়কে কেন ‘বিষাক্ত ঘাস’ খেতে বললেন টুইঙ্কেল?

“আমি যদি আগে মারা যাই, তবে তুমি (অক্ষয় কুমার) ‘বিষাক্ত ঘাস’ খাবে। যদি দেখি, তুমি দ্বিতীয় বিয়ে করেছো আর সেই স্ত্রী আমার হাতব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবে প্রতিজ্ঞা করছি, ফিরে এসে তোমাদের দুজনকেই শিক্ষা দেব।’— স্বামী অক্ষয় কুমারকে হুমকি দিয়ে এভাবেই কথাগুলো বলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

টুইঙ্কেল খান্নার এমন বক্তব্য পড়ে বিস্ময় প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরাও। কিন্তু কী কারণে এসব কথা বললেন টুইঙ্কেল?

আরো পড়ুন:

টাইমস অব ইন্ডিয়ার জন্য লেখা একটি কলামে টুইঙ্কেল খান্না জানান, সম্প্রতি তানজানিয়াতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে ট্যুর গাইড তাকে ‘টিক-টিক’ নামে একজোড়া পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেন। মনে করা হয়, এই পাখিগুলো একে অপরের প্রেমে এতটাই পাগল যে, এদের একজন মারা গেলে অন্য পাখিও ‘বিষাক্ত ঘাস’ খেয়ে আত্মহত্যা করে। এ তথ্য জানার পরই মূলত মজা করে অক্ষয়কে এই এসব কথা বলেন টুইঙ্কেল।

বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন। তারপর সময় গড়ানোর সঙ্গে মজবুত হতে থাকে এ জুটির সম্পর্ক। ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের ২৩ বছর।

২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে জন্ম তার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়