ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুনদের নিয়ে খোকনের ‘ভয়ংকর আয়নাঘর’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:১২, ১৩ আগস্ট ২০২৪
নতুনদের নিয়ে খোকনের ‘ভয়ংকর আয়নাঘর’

গণঅভ্যত্থানের পর প্রকাশ্যে আসে আয়নাঘর প্রসঙ্গ। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছে। এই আয়নাঘরের ভয়াবহতা রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতা বদিউল আলম খোকন। ‘ভয়ংকর আয়নাঘর’ শিরোনামে নির্মিত হবে সিনেমাটি।

বলিউল আলম খোকন বলেন, “আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচারের কথা জানতে পারেন মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।”

আরো পড়ুন:

শুটিংয়ের বিষয়ে বদিউল আলম খোকন বলেন, “আগামী ১ নভেম্বর থেকে ‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমার শুটিং শুরু করব। মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় এটি নির্মাণ করা হবে।”

‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমার শিল্পী এখনো চুড়ান্ত করা হয়নি। তবে নতুনদের নিয়ে নির্মাণ করা হবে বলেও জানান এই নির্মাতা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়