ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেঙে গেল জেরিন খানের প্রেম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৪
ভেঙে গেল জেরিন খানের প্রেম

বলিউড অভিনেত্রী জেরিন খান। এক সময় অভিনেতা সালমান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপর জল অনেক গড়িয়েছে। ব্যক্তিগত জীবনে রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেরিন। ৩ বছর প্রেম করার পর এ সম্পর্কও ভেঙে গেলে জেরিন খানের।

 

আরো পড়ুন:

জেরিন-শিবাশিসের ঘনিষ্ঠ এক বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কয়েক মাস আগে ভেঙে গেছে জেরিন-শিবাশিসের প্রেমের সম্পর্ক। এ ভাঙনের পেছনে বেশ কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন।’

গত ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে সম্পর্কের ইতি টেনেছেন জেরিন-শিবাশিস। সোশ্যাল মিডিয়াতেও পরস্পরকে আর অনুসরণ (আনফলো) করেন না। তবে এ নিয়ে কথা বলতে এ জুটির মুঠোফোনে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। কিন্তু তাতে সাড়া দেননি তাদের কেউই।

 

২০২১ সালে সম্পর্কে জড়ান জেরিন-শিবাসিশ। ওই বছরই জেরিন খান বলেছিলেন, ‘সম্প্রতি আমাদের পরিচয়। এ বছরের শুরুতে আমাদের দেখা হয়। আমরা পরস্পরকে জানছি। আমরা পরস্পরকে পছন্দ করি। প্রেম করি আর না করি, আমরা ভালো বন্ধু।’

গত মাসে একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জেরিন খান। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে জেরিন খান বলেন, ‘আমার এই চেহারা দেখে কেউ বিয়ের প্রস্তাব দেবে না। আর যদি দেয়ও তবে আমি জানি না। আসলে, আমার জীবনের বড় সমস্যা হলো— আমি কখনো বিয়ে করতে চাই না।’

 

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেরিন খানের। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর আলোচনায় উঠে আসেন জেরিন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’। ২০২১ সালে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়