ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

একটাও গালাগাল নেই, খুব অস্থির লাগছে: স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪
একটাও গালাগাল নেই, খুব অস্থির লাগছে: স্বস্তিকা মুখার্জি

বছরজুড়েই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কারণ বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনো স্পষ্ট বক্তব্য, কখনো সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা পোশাক পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

নিজের শর্তে বাঁচেন স্বস্তিকা। তাকে নিয়ে হাজারো সমালোচনা-বিতর্ক তৈরি হলেও বিন্দাস জীবনযাপন করেন এই অভিনেত্রী। সোশ্যল মিডিয়ায় সরব থাকার কারণে নিজের ভাবনার কথা এ মাধ্যমে শেয়ার করেন। আর সেখানে নেটিজেনদের আক্রমণের শিকার হন। হঠাৎ তাকে কেউ গালাগাল দেয়নি। আর তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এতকিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এতকিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

আরো পড়ুন:

নেটিজেনদের কটাক্ষ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’

স্বস্তিকা মুখার্জির পরবর্তী সিনেমা ‘টেক্কা’। প্রাক্তন প্রেমিক সৃজিত মুখার্জির নির্দেশনায় সিনেমাটিতে অভিনয় করেন তিনি। মুক্তি উপলক্ষে কয়েক দিন আগে সিনেমাটির প্রচার অনুষ্ঠানে যোগ দেন স্বস্তিকা। এ মঞ্চে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন স্বস্তিকা। এরপর নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন এই অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি আরেকটি পোস্ট দিয়েছেন। তাতে সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কটাক্ষ করা নেটিজেনদের কড়া জবাব দিয়েছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধু প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। টেক্কার জন্য সৃজিত মুখার্জিকে ধন্যবাদ।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়