ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঁদুর খেলায় নজরকাড়া রানী-কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৩৪, ১৩ অক্টোবর ২০২৪
সিঁদুর খেলায় নজরকাড়া রানী-কাজল

দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারা এ আনন্দে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। বরাবরের মতো এবারো উত্তর মুম্বাইয়ে পূজার আয়োজন করেছে মুখার্জি পরিবার। তাতে যোগ দিয়েছেন কাজল, রানী মুখার্জিসহ অনেকে। শনিবার (১২ অক্টোবর) সিঁদুর খেলায় মেতে উঠেন তারা।

সিঁদুর খেলায় উল্লাসে ফেটে পড়া তারকাদের বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানীকে একদম রাজরানির মতো দেখাচ্ছে। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার বাড়ির গিন্নি রানী।

আরো পড়ুন:

সোনালি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাল ব্লাউজে গ্ল্যামারাস বলিউডের ‘মার্দানি’। রানী নিজেকে সাজিয়েছেন সোনার গহনায়। গলায় হার, ঝোলা দুল আর হাতে শাঁখা-পলায় উজ্জ্বল রানী। এমন সাজে এক প্রিয়জনকে সিঁদুর মাখিয়ে দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এদিন, কাজল পরেছিলেন লাল পাড় সাদা গরদের শাড়ি। তবে রানীর মতো আটপৌরে নয়, প্লিট করে শাড়ি পরেছিলেন অজয় ঘরণী। সঙ্গে ছিল ম্যাচিং লাল ব্লাউজ। নিজের লুককে আলাদা মাত্রা দিতে কাজল একজোড়া স্টেটমেন্ট কানের দুল ও গলায় পরেছিলেন গহনা। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপে নজর কাড়েন কাজল।

মা দুর্গাকে বরণ শেষে প্রিয়জনদের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন কাজল-রানী। কোলাকুলির পর্বও সারেন তারা। মুখার্জিদের সিঁদুর খেলায় যোগ দেন অভিনেত্রী শার্লিন চোপড়াও। তা ছাড়াও ছিলেন রূপালি গাঙ্গুলি, ঈশিতা দত্ত, বৎসল শেঠ প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়