ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মিঠুনের প্রথম স্ত্রী, অভিনেত্রী হেলেনা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৪ নভেম্বর ২০২৪  
মিঠুনের প্রথম স্ত্রী, অভিনেত্রী হেলেনা মারা গেছেন

অভিনেত্রী হেলেনা লিউক মারা গেছেন। রোববার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার আরেক পরিচয়, তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা কল্পনা আইয়ার হেলেনার বন্ধু। প্রিয় মানুষের মৃত্যুর খবর জানিয়ে কল্পনাও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

তবে হেলেনা গতকাল সকাল সাড়ে ৯টা ৫০ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এটি তার শেষ পোস্ট। এতে হেলেনা লিখেন, ‘অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এমন লাগছে বুঝতে পারছি না। অস্থির লাগছে।’

আরো পড়ুন:

এ পোস্ট দেখে অনেকে কারণ জানতে চেয়ে মন্তব্য করেন। কারো মন্তব্যের উত্তর দেননি হেলেনা। তবে আজ অনেকে তার আত্মার শান্তি কামনা করে এই পোস্টে মন্তব্য করেছেন। মেহজাবীন প্যাটেল লেখেন, ‘আমার প্রিয় বন্ধু, তোমার আত্মার শান্তি কামনা করছি।’  

অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে মিঠুনের বিয়ের কথা পাকা হয়েছিল। তবে সে বিয়ে ভেঙে দেন মিঠুন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে চন্দ্রদয় ঘোষকে বিয়ে করেন মমতা শঙ্কর। তার এক বছর পর হেলেনাকে বিয়ে করেন মিঠুন। কিন্তু চার মাসের মাথায় ভেঙে যায় এ সংসার। ১৯৭৯ সালে যোগিতা বালিকে বিয়ে করে সংসারি হন মিঠুন।

স্টারডাস্ট ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছিলেন হেলেনা। এ আলাপচারিতায় মিঠুনের সঙ্গে চার মাসের সংসার জীবন নিয়ে তিনি বলেছিলেন— ‘আমার শুধু মনে হয়, এটা যদি না হতো! তিনি সেই ব্যক্তি যে আমার ব্রেনওয়াশ করেছিলেন যে, তিনি আমার জন্য আদর্শ মানুষ। দুর্ভাগ্যের কথা তিনি সেটা আমাকে বোঝাতে সক্ষমও হন।’

মিঠুনের সঙ্গে বিয়েটাকে ‘দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেন হেলেনা। তার ভাষায়— ‘আমি তার কাছে কখনো ফিরে যাব না, যদি সে সবচেয়ে ধনী মানুষ হন তা-ও না। আমি খোরপোষও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল আর তা শেষ হয়ে গিয়েছে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়