ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবনের চলমান গল্প নিয়ে ‘সম্পর্ক’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৪, ৫ ডিসেম্বর ২০২৪
জীবনের চলমান গল্প নিয়ে ‘সম্পর্ক’

প্রয়াত কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের কবিতা ‘পুরনো বাসা ছেড়ে দেবার সময়’। এই কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। 

গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, “এটি আমাদের জীবনের চলমান গল্প। জীবন-জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বাস করা ভাড়া বাসা ছেড়ে যাওয়ার সময় মনের অবস্থা তুলে ধরা হয়েছে এখানে। শুধু ওই বাসা ছেড়ে যাওয়ার কষ্টই নয়, ওই বাসাকেন্দ্রিক অনেকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এমনকি গলির কুকুরদের সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মায়া ছেড়ে যাওয়ার বিচ্ছেদ-বেদনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।”

শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় জীবন শাহাদাতের সঙ্গে অভিনয় করেছেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ, সাইফুল টিটু। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির একটি বিশেষ ভূমিকায় থাকছেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জি।

উল্লেখ্য, এর আগে জীবন শাহাদাতের চলচ্চিত্র ‘ছাদবাগান’ ও ‘নেমপ্লেট’ সিনেমা প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়