ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়ারা আদভানি কি হাসপাতালে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২৮, ৫ জানুয়ারি ২০২৫
কিয়ারা আদভানি কি হাসপাতালে?

কিয়ারা আদভানি

রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত আলোচিত সিনেমা ‘গেম চেঞ্জার’। গতকাল মুম্বাইয়ে সিনেমাটির ট্রেইলার লঞ্চিং এবং সংবাদ সম্মেলন ছিল। এদিন সকালে খবর চাউর হয়, অসুস্থ কিয়ারাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশেষ করে ট্রেইলার লঞ্চিং এবং সংবাদ সম্মেলন উপস্থিত না থাকার কারণে এ খবর আরো জোরালো হয়। সত্যি কি কিয়ারা হাসপাতালে ভর্তি?

জল্পনার অবসান ঘটিয়ে কিয়ারার মুখপাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “অভিনেত্রী কিয়ারা আদভানিকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। বরং অতিরিক্ত স্ট্রেসের কারণে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ টানা কাজ করছেন তিনি।”

আরো পড়ুন:

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের বড় বাজেটের আরেকটি সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। তার এই মাথা গরম স্বভাবের চরিত্রটি দেখে দর্শক মুগ্ধ হবেন। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শঙ্কর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করেছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০-৫০০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। আগামী ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়