ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

বাবা হারালেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫
বাবা হারালেন রাজপাল যাদব

বাবার সঙ্গে রাজপাল যাদব

বলিউড অভিনেতা রাজপাল যাদবের বাবা মারা গেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন নওরঙ্গ যাদব।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে অবস্থান করছিলেন রাজপাল যাদব। বাবার অসুস্থতার খবর পেয়ে দিল্লিতে ফিরেন। তার বাবা দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজপাল যাদবের বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তবে বাবার মৃত্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘ভুল ভুলাইয়া’খ্যাত এই তারকা।  

আরো পড়ুন:

একটি সূত্র জানায়, রাজপাল যাদব ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। বাবার শেষকৃত্য নিজ জেলাতেই করাতে চান এই অভিনেতা।

রাজপাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেবি জন’। গত বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তার হাতে এখন বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো— ‘ভুলভুলাইয়া থ্রি’। শুটিং শেষে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়