সিনেমায় অভিনয়ের কথা কল্পনাও করতে পারি না: মমতা কুলকার্নি

মমতা কুলকার্নি
নব্বই দশকের লাস্যময়ী ও সাহসী অভিনেত্রী মমতা কুলকার্নি। অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো তারকা শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছেন। কয়েক দিন আগে আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়েছেন এই অভিনেত্রী।
সন্ন্যাসিনী হওয়ার পর প্রথমবার নীরবতা ভাঙলেন মমতা। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে মমতা কুলকার্নি বলেন, “আমি আবার সিনেমায় অভিনয় করব তা কল্পনাও করতে পারছি না। আমার পক্ষে এটি এখন একেবারেই অসম্ভব।”
অলিম্পিক পদক জয়ের উদাহরণ টেনে মমতা কুলকার্নি বলেন, “কিন্নর আখড়ার মানুষেরা ভগবান শিব, দেবী পার্বতীর অর্ধনারেশ্বর অবতারের প্রতিনিধিত্ব করে। এই আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়া আমার ২৩ বছরের আধ্যাত্মিক সাধনার পর অলিম্পিক পদকের মতো।”
কিন্নর আখড়ার অংশ হওয়ার কারণ ব্যাখ্যা করে মমতা কুলকার্নি বলেন, “দেবী আদিশক্তির আশীর্বাদে আমি এই সম্মান পেয়েছি। আমি কিন্নর আখড়ার অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটি স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এখানে কোনো বিধিনিষেধ নেই।”
আধ্যাত্মিকতা ভাগ্যগুণে পাওয়া যায়। তা উল্লেখ করে মমতা কুলকার্নি বলেন, “বিনোদনসহ আপনার জীবনে সবকিছুই প্রয়োজন। আপনার চাহিদা স্বীকার করা উচিত। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটি ব্যাপার, যা আপনি শুধু ভাগ্যেগুণে অর্জন করতে পারবেন। সিদ্ধার্থ (রাজপুত্র সিদ্ধার্থ গৌতম যিনি ভগবান বুদ্ধ হয়েছিলেন) তার জীবনে সবকিছু দেখেছিলেন, তারপর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”
গত ২৪ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শাহরুখের নায়িকা মমতা।
মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। এদিন পিণ্ডদানও করেন তিনি। এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন। তার নতুন নাম— শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি।
২০১৬ সালে থানে পুলিশ ২ হাজার কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে; যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত, মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। এ নিয়ে জলঘোলা কম হয়নি। গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী। কিন্তু ২৪ বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফিরেন মমতা।
১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের ‘তিরঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন মমতা কুলকার্নি। নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সাবছে বড় খিলাড়ি’-এর মতো হিট সিনেমার নায়িকা তিনি।
ঢাকা/শান্ত