ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রযোজকের মাথা ফাটালেন নায়িকা!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১৮, ২৬ জানুয়ারি ২০২৫
প্রযোজকের মাথা ফাটালেন নায়িকা!

ইফতেখার চৌধুরী, রাজ রিপা, শিশির সরদার (বাঁ থেকে)

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপার আঘাতে গুরুতর আহত হয়েছেন সিনেমার প্রযোজক ও লুব্রিকেন্ট (ইঞ্জিন অয়েল) ব্যবসায়ী আবুল বাশার। গত ১৪ জানুয়ারি রাজধানীর গুলশান থানাধীন ‘রাতের কাবাব’ রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

আহত আবুল বাশারের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

গত ১৮ জানুয়ারি গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আবুল বাশারের ভাই মো. আব্বাস। মামলা নাম্বার ২২। মামলায় এক নাম্বার আসামি চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা ওরফে রাজ রিপা, দুই নাম্বার আসামি চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী ও তিন নাম্বার আসামি অভিনেতা শামীম আহমেদ শিশির ওরফে শিশির সরদার। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৪ জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত ১১টা ৫৫ মিনিটে গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সরদার এবং চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীরও সেখানে যান। ডিনার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষী নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চান। আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে রাজ রিপা ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত স্যামসাং এস-২৪ আলট্রা ব্রান্ডের মোবাইল ফোনটি কেড়ে নেয়।

আবুল বাশার তাতে বাধা দিলে রাজ রিপা মোবাইল দিয়ে একাধিকবার পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। একই সময় চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীও আবুল বাশারকে খাবার টেবিলে থাকা কোল্ড ড্রিংকসের কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। অতর্কিত আক্রমণে মাথায় আঘাত পেয়ে আবুল বাশার ফ্লোরে পড়ে গেলে শিশির সরদার তাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। এ সময় আসামিরা আবুল বাশারের গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কথা বলতে চিত্রনায়িকা রাজ রিপার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। জানা গেছে, ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে এ বিষয়ে তারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়