ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুখবর দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫
সুখবর দিলেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

সামনেই ভালোবাসা দিবস। এই দিবসকে সামনে রেখে সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রোমান্টিক সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন মিথিলা।

এক সময়ের নাটকের জনপ্রিয় জুটি এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা এবার একসঙ্গে বড় পর্দায় আসছেন। মুক্তি পেতে যাচ্ছে তাদের ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে জুটিবদ্ধ হয়েছেন তারা।

আরো পড়ুন:

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা লেখেন, দীর্ঘ চার বছর ধরে আটকে থাকা সিনেমা ‘জলে জ্বলে তারা’ অবশেষে মুক্তি পাচ্ছে এ মাসেই। 

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনা মহামারিকালে ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে ‘জলে জ্বলে তারা’ এর শুটিং শুরু হয়। সিনেমার শুটিং শেষ হতে লাগে মাত্র সপ্তাহ। তবে মুক্তি পেতে লেগে গেলো দীর্ঘ সময়। এর আগে ‍মুক্তির একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল; কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক। চলতি বছরে ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।

‘জলে জ্বলে তারা’ সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়