ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিমনের গানে জুটি বেঁধেছেন চমক-ইমরান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
লিমনের গানে জুটি বেঁধেছেন চমক-ইমরান

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘স্বর্গ’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি বড় আয়োজনে নির্মিত হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমরান।

‘স্বর্গ’ গানের কাব্যমালা সাজিয়েছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন শেখ লিমন। সুর ও সংগীতায়োজনে ছিলেন আভরাল সাহি।

আরো পড়ুন:

কাজটি করতে পেরে উচ্ছ্বসিত রুকাইয়া জাহান চমক বলেন, “এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর অফার পেয়েছি কিন্তু করা হয়নি। স্বর্গ গানটি যখন শুনলাম তার পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাইয়ের ভিডিও প্ল্যান শোনার পর ভীষণ ভালো লাগে। তখন আমার মনে হয়, কাজটি করা উচিত। কাজটি করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।”

গায়কি ও ভিডিও নির্মাণের প্রশংসা করে মডেল ইমরান বলেন, “গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই। আমার বিশ্বাস, আপনাদেরও ভালো লাগবে।”

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিন্ন আঙিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাহিন আওলাদ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘আভরাল সাহির’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

আভরাল সাহির বলেন, “স্বর্গ’ চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই। লিমন ভাই অসাধারণ গেয়েছেন। আশা করছি, গান এবং ভিডিও সবার ভালো লাগবে।”

মিউজিক ভিডিওটির ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল, রূপসজ্জার দায়িত্বে ছিলেন রিপন মিয়া, কস্টিউম করছেন ইমন খন্দকার, কালার করেছেন রাকিব আহমেদ, সম্পাদনা করেছেন সামি আহাম্মেদ, পোস্টার ডিজাইনে ছিলেন মোয়াজ্জেম হোসেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়