ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রেম ভাই’ তৌসিফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২১ মার্চ ২০২৫  
‘প্রেম ভাই’ তৌসিফ

‘প্রেম ভাই’ নাটকের দৃশ্য

রাজধানীর সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করছেন সব সমস্যার সমাধানকারী প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছেন।

দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছেন। চাকরি বা ব্যবসা করেন না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।

আরো পড়ুন:

মূলত, হারানোর এই ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামেন প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে উঠেন। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই। তা জানতে ‘প্রেম ভাই’ নাটকটি দেখতে বলেছেন নির্মাতা ইমরাউল রাফাত।

নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। সজিব খানের গল্পে নাটকটির সংলাপ রচনা করেন সেজান নুর।

‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়