ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখের সঙ্গে দীপিকার পঞ্চম মিশন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:০০, ৩০ এপ্রিল ২০২৫
শাহরুখের সঙ্গে দীপিকার পঞ্চম মিশন

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন

ছিপছিপে গড়নের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০০৭ সালে বলিউডে পা রাখেন। অভিষেকে সহশিল্পী হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানকে পান। ‘ওম শান্তি ওম’ সিনেমার পর ৭ বছরের বিরতি নিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় পর্দা ভাগ করে নেন এই যুগল। এরপর এক দশকের বিরতি নিয়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দায় দ্যুতি ছড়ান দীপিকা। পঞ্চমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন এই জুটি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, খানিকটা সময় নিয়েই এখন সিনেমার কাজ করছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত এক বছরের বেশি সময় ধরে তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে নানা আলোচনা চলছে। এ সিনেমায় সহশিল্পী হিসেবে কাজ করছেন তার কন্যা সুহানা খানও। এতেই শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

আরো পড়ুন:

একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “কিং’ সিনেমায় দীপিকা পাড়ুকোন অভিনয় করুক, শাহরুখ খান এটা সবসময়ই চেয়েছেন। প্রাথমিকভাবে দীপিকার শুটিং শিডিউল মিলছিল না। কারণ গত বছরের শেষের দিকে মা হয়েছেন দীপিকা। ফলে নবজাতকের সঙ্গে সময় কাটানোর জন্য সময় নিচ্ছিলেন। তাছাড়া ফিট হওয়ার জন্য জিমে যাওয়া শুরু করেন। এ কারণে ‘কিং’ সিনেমার কাজও পিছিয়েছে। এখন শিডিউল জটিলতা কেটেছে এবং সিনেমাটির মাধ্যমে ফিরছেন দীপিকা।”

‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় দীপিকাকে। তবে ‘কিং’ সিনেমায় এমনটা নয়। বরং বড় চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এ সিনেমা সংশ্লিষ্ট সূত্রটি বলেন, “সমস্ত আলোচনা, শুটিংয়ের সময় নির্ধারণের পর দীপিকা পাড়ুকোনকে সিনেমাটিতে রাখার সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে।”

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন— অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত। আগামী বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়