ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউড তারকারা কেন সরকারবিরোধী কথা বলেন না?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৩ মে ২০২৫   আপডেট: ১২:১৫, ১৩ মে ২০২৫
বলিউড তারকারা কেন সরকারবিরোধী কথা বলেন না?

জাভেদ আখতার

পাকিস্তান-ভারতের যুদ্ধ চলমান। দেশটির জাতীয় এই ইস্যু নিয়ে বলিউডের অনেক তারকা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। অনেকে নীরব। তবে যারা বক্তব্য দিয়েছেন, তার অধিকাংশই সরকারের পক্ষে। তবে বলিউড তারকাদের সরকারবিরোধী কথা বলতে দেখা যায় না বললেই চলে!

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব জাভেদ আখতার। ব্যক্তিগত জীবনে সোজাসাপ্টা কথা বলতেই অভ্যস্ত। বলিউড তারকাদের সরকারবিরোধী কথা না বলার কারণ ব্যাখ্যা করেছেন এই বরেণ্য ব্যক্তিত্ব।

আরো পড়ুন:

কপিল শিবালের পডকাস্টে অতিথি হয়ে জাভেদ আখতার বলেন, “আপনি কি সত্যিটা জানতে চান? হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কেন হয়। আসলে শিল্পীরা তো বিখ্যাত। ব্যাপারটা হলো, এদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন মধ্যবিত্ত শিল্পপতির পকেটে। যাদের টাকা আছে, তারা কেউ কি কথা বলবেন? জানেন কি কেন কথা বলবেন না?”

তাহলে কি ইডির ভয়ে তারকাদের এমন আচরণ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, “মেরিল স্ট্রিপও আমেরিকায় অস্কারের মঞ্চে দাঁড়িয়ে সরকারবিরোধী কথা বলেছিলেন। তারপরও অভিনেত্রীর বাড়িতে কোনো আয়কর টিম হানা দেয়নি। তাহলে আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে এই ভয় সত্যি কি না, আমি সেই বিতর্কে যাব?”

“কারো মনে এই ভয় থাকলে, সে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের অভিযানের ভয় পাবেন। তাহলে তাদের ফাইল ওপেন হবে, তদন্ত হবে।” বলেন জাভেদ আখতার।

শিল্পীদেরও সরকারবিরোধী প্রশ্ন তোলা উচিত বলে মনে করেন জাভেদ আখতার। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “শিল্পীরা চলচ্চিত্র জগতে কাজ করছেন ঠিকই। কিন্তু তারাও এই সমাজেরই অংশ! অন্যদের মতো প্রতিদিনই কাজ করছেন। শুধু এই পেশায় চাকচিক্য ও ধুমধামটা বেশি। একটি ইন্ডাস্ট্রিতে ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু বলিউডে তার অভাব রয়েছে। প্রয়োজনে সরকারবিরোধী প্রশ্ন তুলতে হবে। সরকারবিরোধী প্রশ্ন তুললে যদি বাড়িতে ইডি বা সিবিআই হানা দেওয়ার আশঙ্কা থাকে, তবে সমস্যা বলে মনে করি।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়