ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারধরের গুজবে তোলপাড়, হাঁটুর সফল অস্ত্রোপচারে সুস্থ মিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৫ মে ২০২৫   আপডেট: ১২:৩০, ১৫ মে ২০২৫
মারধরের গুজবে তোলপাড়, হাঁটুর সফল অস্ত্রোপচারে সুস্থ মিশা

সুস্থ হয়ে উঠছেন মিশা সওদাগর

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় সকালে তার ডান পায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তার সহকর্মী অভিনেতা জায়েদ খান।

২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে এক দুর্ঘটনায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় মিশা সওদাগরের। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারো সেই একই জায়গায় আঘাত পান। চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা।

আরো পড়ুন:

অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রামে রয়েছেন মিশা সওদাগর। এ তথ্য উল্লেখ করে জায়েদ খান বলেন, “মিশা ভাই দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। এবার সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।”

এদিকে, মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, মিশা সওদাগর ‘মব লিঞ্চিং’-এর শিকার হয়েছেন এবং রাস্তায় তাকে মারধর করা হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। সূত্রটি বলেন, “মিশা ভাই ভালো আছেন, ভিডিওটি ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করছি— অপ্রমাণিত ও বিভ্রান্তিকর কোনো পোস্ট বিশ্বাস করবেন না।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়