অসম প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন কঙ্কনা
কঙ্কনা সেন শর্মা
বলিউড অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। এক বছরের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, ৭ বছরের ছোট অভিনেতা অমল পরাশরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মাঝে অনেক দিন এ জুটির প্রেম নিয়ে চাপা ছিল। এবার প্রেমের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিজেরাই ঘি ঢাললেন।
অমল অভিনীত ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। বুধবার (১৪ মে) মুম্বাইয়ে সিরিজটির প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ‘প্রেমিক’ অমলের সঙ্গে হাজির হন কঙ্গনা সেন শর্মা। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এই যুগল; যা এখন অন্তর্জালে ভাইরাল। মূলত, এরপর থেকে অমল-কঙ্কনার প্রেমের জোর গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
অমলের সঙ্গে কঙ্কনা সেন শর্মা
অমল-কঙ্কনার অসম প্রেম নিয়ে নানা চর্চা চললেও কেউই মুখ খুলেননি। তবে কিছুদিন আগে সম্পর্ক নিয়ে ৩৮ বছরের অমল বলেছিলেন, “আমি কমিটেড।” তবে প্রেমিকার নাম প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে কিছু আটকে রাখেনি। এটাও ঠিক আমি এমন কোনো কারণ দেখিনি, যার জন্য এটা প্রকাশ্যে আনা জরুরি।”
একসঙ্গে পার্টিতে যাওয়ার কথা জানিয়ে অমল বলেন, “আমরা কারো কাছে কিছু লুকাচ্ছি না। একসঙ্গে পার্টিতে যাই, তা লোকজন জানেন। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু বলার প্রয়োজন অনুভব করি না। আমাদের সেটা দরকারও পড়েনি।”
সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর।
এরপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। ২০২০ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর অমলের সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু।
ঢাকা/শান্ত