ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদুল আজহার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৩, ২ জুন ২০২৫
ঈদুল আজহার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদুল আজহার রাতে প্রচার হবে নাটকটির পঞ্চম সিজনের প্রথম পর্ব। নির্মাতা কাজল আরেফিন অমি জানান, এবারের সিজন হবে আগের চার সিজনের চেয়ে বড় পরিসরে।

রবিবার (১ জুন) বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ কবে আসবে? দর্শকদের ভালোবাসাতেই ২৬ মাস পর ফিরছে সিজন ৫। আমি তাদের জন্যই কাজ করি।”

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে নাটকটির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন— মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক ও বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।

ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮টি এপিসোড। দেখতে হলে মাত্র ৪০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে অ্যাপটিতে সাবস্ক্রাইব করতে হবে। জুলাই মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রিলিজ হবে পরবর্তী ৮ এপিসোড। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার নতুন ৮টি পর্ব দেখা যাবে বঙ্গ অ্যাপে।

যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই, তারা ফ্রিতে ইউটিউব ও টিভিতে দেখতে পারবেন। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রচার হবে প্রথম এপিসোড। রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে চ্যানেল আইতে। পরেরদিন একই সময়ে প্রচারিত হবে দ্বিতীয় এপিসোড।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সিজন ফাইভ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এবার দেখা যাক, এই সিজন কতটা মাতাতে পারে তরুণদের মন!

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়