দুই বিভাগে পুরস্কার পেল ‘সাইলেন্স ইন দ্য ক্যাওয়াস’
বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘সাইলেন্স ইন দ্য ক্যাওয়াস’ সিনেমা। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বিভাগে সালমা সুলতানা আশা এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে সাদেকুল ইসলাম জুবায়ের ও বিল্লাল হোসেন এই পুরস্কার পেয়েছেন।
দেশের আট বিভাগীয় শহরে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত ২৭-৩১ মে পর্যন্ত এই উৎসব চলে। ৩১ মে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ উৎসবে সর্বমোট ৩২২টি চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে ২০৯টি ফিকশন, ৫১টি প্রামাণ্যচিত্র। সিলেকশন কমিটি যাচাই-বাছাই করে ৮৯টি চলচ্চিত্র প্রদর্শনীর অনুমতি দেয়। এর মধ্যে ৬০টি ফিকশন ও ২৯টি প্রামাণ্যচিত্র।
ময়লার স্তুপে বড় হওয়া সর্বহারা এক তরুণকে ঘিরে এগিয়েছে ‘সাইলেন্স ইন দ্য ক্যাওয়াস’। অনেকটা সংলাপহীন, নৈঃশব্দ্যের আবহে নির্মিত হয়েছে এটি। জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজচ্যুত এক ছেলের জীবনের গল্প এটি। কখনো সে প্রেমে পড়ে ভিক্ষুক তরুণীর এবং প্রতারিত হয়।
সমাজে কেয়াস সৃষ্টি হলে বলির পাঠা (স্কেপগোট) হয় অসহায় মানুষেরা, তার আদর্শ প্রমাণ এই চলচ্চিত্র। নানা মেটাফোর ও সিম্বল দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন নির্দেশক। সারা দেশে আয়োজিত এই উৎসবে একজন নারী নির্দেশকের চমৎকার এই নির্দেশনা ইঙ্গিত দেয় নতুন বাংলাদেশের।
পরিচালক সালমা সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। একইসঙ্গে বিচরণ করছেন সিনেমা ও থিয়েটারে। সিনেমাটোগ্রাফার সাদেকুল ইসলাম জুবায়েরও একই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বিল্লাল হোসেন পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড বিভাগে।
ঢাকা/শান্ত