ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন হিনা খান, ক্যান্সারের সঙ্গে লড়াইটাও চলছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৫ জুন ২০২৫   আপডেট: ১৩:৫৪, ৫ জুন ২০২৫
বিয়ে করলেন হিনা খান, ক্যান্সারের সঙ্গে লড়াইটাও চলছে

হিনা খান, রকি জয়সওয়াল

বলিউড তারকা হিনা খান দ্বিতীয়বারের মতো কর্কট রোগে আক্রান্ত হয়েছেন। চলছে চিকিৎসা। কেমো থেরাপিও নিয়েছেন এই নায়িকা। এই কঠিন সময়ে বিয়ে করেছেন হিনা খান। 

দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে করেছেন হিনা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দম্পতির নানা মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউড এই অভিনেত্রী। হঠাৎ এসব ছবি চমকে দিয়েছে নেটিজেনদের। শুভকামনা জানিয়ে মন্তব্যের ঘরে একের পর এক কমেন্ট করে যাচ্ছে নেটিজেনরা।

আরো পড়ুন:

বর- কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক।

ছবিতে দেখা যাচ্ছে, বর- কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। হিনা পরেছেন মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। তার শাড়ির আঁচলে সেলাই করা দুইজনের নাম। 

হিনা খান বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ওই ‘‘দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্য ম্লান হয়ে গেছে। আর আমাদের হৃদয় শেষ একটি বন্ধন তৈরি হয়েছে। আমরা দুইজন একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ আইনিভাবে আমাদের প্রেম মান্যতা পেলো। স্বামী- স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।’’

রকি ও হিনা

উল্লেখ্য, রকি ও হিনার প্রেমের সম্পর্ক বহু বছরের। রকি পেশায় একজন প্রযোজক ও পরিচালক। এদিকে টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগী কী ২’ ধারাবিকে অভিনয় করে জনপ্রিয় হন হিনা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়