ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৈশবের ঈদ ছিল সরল আনন্দময়

রুনা খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৭ জুন ২০২৫   আপডেট: ১২:১০, ৭ জুন ২০২৫
শৈশবের ঈদ ছিল সরল আনন্দময়

রুনা খান

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় আমার দাদুর বাড়ি, নানুর বাড়ি। ছোটবেলায় দাদুবাড়ি- নানুবাড়ি দুই বাড়িতে ঈদ করেছি। 

আবার কখনও কখনও সখিপুরেও ঈদ করা হতো। সখিপুর হচ্ছে টাঙ্গাইল জেলার একটি উপজেলা শহর। আমার বাবা চাকরি করতেন সখিপুরে। বাবার চাকরির সুবাদে আমরা সখিপুরে থাকতাম। কোনো কোনো ঈদে দেখা যেত যে দাদুবাড়ি-নানুবাড়ি যাওয়া হচ্ছে না। তখন সখিপুরেই থাকতাম।  

আরো পড়ুন:

আমার স্কুলজীবনটা সখিপুরেই কেটেছে। তো ওখানে কখনও কখনও কোরবানির ঈদ করা হতো। যখন দাদুর বাড়ি, নানুর বাড়িতে ঈদে যেতাম তখন সব কাজিনরা মিলে জামা জুতা পরে পাড়া প্রতিবেশিদের বাড়িতে ঘুরতে যেতাম।  আর যখন সখিপুরে থাকতাম তখন ঈদের দিন স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে বের হতাম। সরল আনন্দময় ছিলো সে সময়ের ঈদ। 

ঈদের দিন মা নানা রকম খাবার রান্না করতেন। মায়ের হাতের সব রান্নাই আমার পছন্দের। তবে টাঙ্গাইলের মানুষ একটু ঝাল-ঝাল স্বাদের গরুর গোশত পছন্দ করে। সেটার সাথে পোলাও সেটার সাথে পোলাও, খিচুরি আমার পছন্দ। আমার মায়ের হাতে তৈরি করা যেকোন খাবার আমার ভীষণ পছন্দের।

অনুলিখন: স্বরলিপি 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়