ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলখানায় ঈদ, কারাগারেই গান গেয়ে ভাইরাল নোবেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৮ জুন ২০২৫   আপডেট: ১৩:২০, ৮ জুন ২০২৫
জেলখানায় ঈদ, কারাগারেই গান গেয়ে ভাইরাল নোবেল

গান গাইছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল

এক সময়ের আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল এখন রয়েছেন কারাগারে। অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার এই গায়ক এবার ঈদ উদযাপন করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের ভেতরেই। তবে ঈদের দিনটি শুধু নীরব কাটিয়ে দেননি তিনি। বরং কারা কর্তৃপক্ষের আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিটার হাতে গান গেয়ে বন্দিদের মাতিয়ে তোলেন এই আলোচিত মুখ।

শনিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় কারাগারের ভেতরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কারা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

অনুষ্ঠানের মঞ্চে বসা অবস্থায় গিটার হাতে নিয়ে নোবেল গাইতে শুরু করেন তার পরিচিত কিছু গান। ‘সেই তুমি কেন এত অচেনা হলে…’, ‘ভেবে দেখেছ কি…’ এসব হৃদয়ছোঁয়া গানের সুর ছড়িয়ে পড়ে বন্দি দর্শকদের মধ্যে। পরে তা কারাগারের দেয়ালের বাইরেও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হয়ে যায় নোবেলের গান গাওয়ার একটি ভিডিও।

গত ১৯ মে রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে এটি তার প্রথম কারাবাস নয়, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক ও আইনি জটিলতার কারণে এর আগেও তাকে কারাগারে যেতে হয়েছে। 
 

ঢাকা/রাহাত/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়