ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

তানিন সুবহা আর নেই

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১০ জুন ২০২৫   আপডেট: ২১:১৮, ১০ জুন ২০২৫
তানিন সুবহা আর নেই

চিত্রনায়িকা তানিন সুবহা

অবশেষে জীবন জয়ের সকল প্রার্থনা নিস্ফল করে না-ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আট দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তানিনের মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ১৯৯৪ সালের ৫ মে মাদারীপুরে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।

এর আগে গত ৮ জুন অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, তানিনের অবস্থা মুমূর্ষু হলেও মারা যাওয়ার খবরটি সঠিক নয়।

গত ২ জুন তানিন সুবহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। সন্ধ্যার পর পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন এই চিত্রনায়িকা।

২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘যমজ’ নাটকের মাধ্যমে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে। সেখানে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’। বর্তমানে এই অভিনেত্রীর কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকা/রাহাত


সর্বশেষ

পাঠকপ্রিয়