ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজকে নিয়ে যা জানালেন শুভশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১২ জুন ২০২৫   আপডেট: ১১:৫০, ১২ জুন ২০২৫
রাজকে নিয়ে যা জানালেন শুভশ্রী

রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী

‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ এবং ‘পরিণীতা’র মতো গল্প নির্ভর সিনেমাতে অভিনয় করে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী। এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শুভশ্রী গাঙ্গুলী। তবে একদিনে এই অর্জন আসেনি। শুভশ্রীর মধ্যে যে অভিনয়গুণ প্রচণ্ডমাত্রায় আছে- তা প্রথম বুঝতে পেরেছিলেন রাজ চক্রবর্তী। আর তিনিই নাকি শুভশ্রীর মধ্যে অভিনয়ের পোকা ছেড়ে দিয়েছেন!

শুভশ্রী ভারতীয় গণমাধ্যমকে দেওয়ার এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা যে আমার মধ্যে ছিলো সেটা ডিসকভার করেছে রাজ। ‘অভিমান’ এর সময় আমার মনে আছে একটা গানের শুটিং করছিলাম আমরা। প্রত্যেকটা বিটে তুই এতো সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিস, তো তুই অভিনয়টাতে মন দিস না কেন? তুই তো টেকিনিক্যালিও খুব স্ট্রং। তুই কন্টিনিউটি মনে রাখতে পারিস। তখন আমি বললাম, এইটুকুর জন্য আর কি রোল করবো। রোলটা তো ছোট। তখন রাজ বললো, তুই বড় রোল করবি। আমি বললাম, হ্যাঁ।’

আরো পড়ুন:

শুভশ্রী আরও বলেন, ‘‘ অভিনয় শেখার জন্য কোনোদিন ক্লাস নেইনি। রাজ আমার মধ্যে প্রথম অভিনয়ের পোকাটা ছেড়ে দেয়।’’

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বিয়ে করেন রাজ-শুভশ্রী। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়