ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

ছোট পোশাকে রুনা, নেট দুনিয়ায় আলোচনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৩ জুন ২০২৫   আপডেট: ১৭:৪১, ১৩ জুন ২০২৫
ছোট পোশাকে রুনা, নেট দুনিয়ায় আলোচনা

রুনা খানের এসব ছবি নিয়ে জোর চর্চা চলছে

বহমান নদীর পাড়ে দাঁড়িয়ে অভিনেত্রী রুনা খান। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। চোখে-মুখে লেখে আছে হাসি। গায়ে টপস, পরনে শর্টস। ফেসবুকে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন লুকে ধরা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখা— “হাডসন নদীর তীরে, নিউ ইয়র্ক।”

অভিনেত্রী রুনা খান মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। এর আগে ওজন কমিয়ে, নিয়ম ভাঙা পোশাক পরে আলোচনার জন্ম দিয়েছেন। ফের স্বল্পবসনে ক্যামেরাবন্দি হয়ে নেট দুনিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছেন।

রুনা খানের এসব ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে

আরো পড়ুন:


রুনা খানকে এমন লুকে দেখে নেটিজেনদের অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। নাট্যনির্মাতা নোমান রবিন লেখেন, “আমার বউডারে এমন বেহেস্তি পোশাকে মুক্ত আকাশের নিচে উড়তে দেখতাম চাই। কোনো টেনশন ছাড়া, জড়তা ছাড়া বউ বাচ্চাগুলারে চলাফেরা করতে দেখতে চাই। আম্রিকা এমন এক দেশ যেখানে চোখের ইবাদত, মুখের ইবাদত, সর্বোপরি চিন্তার ইবাদতকে প্রধান্য দেয়া হয়। খুব শিগগির নিউ ইয়র্কে আসমু। ভালো থাকো।”

জীবন তাপস তন্ময় লেখেন, “সাহসী হৃদয়।” পঙ্কজ লেখেন, “চমৎকার।” নূর এ আলম লেখেন, “এই ছবি দেখে যাদের অন্তরে জ্বালা ধরেছে তাদের জন‍্য সমবেদনা।” তুহিন চৌধুরী লেখেন, “সুন্দর মানুষটির জন্যে প্রকৃতিও সৌন্দর্যের অহংকারে নিজেকে মেলে ধরেছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

আবার রুনা খানের এসব ছবি ফেসবুকে পোস্ট করে কেউ কেউ এ অভিনেত্রীকে কটাক্ষ করছেন। একজন লেখেন, “৫০ বছর তিলে তিলে গড়া নিজের সম্মান মাত্র ৫০ সেকেন্ডে নষ্ট হয়ে যেতে পারে। রুনা খান এটাও তার প্রমাণ। বুইড়া বয়সে তার এখন জুয়ান…নিজেকে শো না করলে তো আর চলে না। যাদের বয়স কম, তাদের তো এখন ইনকাম বেশি। তাই রুনা আন্টিও ইনকাম বাড়াতে চাচ্ছে। এই আর কি।”

এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে বরাবরের মতো রুনা তার ইচ্ছাকে উপভোগ করছেন। এসব মন্তব্য নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন রুনা খান। আপাতত সেখানেই নিজের মতো সময়টা উপভোগ করছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে রুনা খানের অবকাশ যাপনের খণ্ডচিত্র


ঈদুল আজহায় রুনা অভিনীত বেশ কটি কনটেন্ট মুক্তি পেয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ তার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, আইস্ক্রিনে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’, ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’ মুক্তি পেয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়