ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দর্শক বলছেন আমি যেন শুভ ভাইকে বিয়ে করি: মন্দিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ জুন ২০২৫  
দর্শক বলছেন আমি যেন শুভ ভাইকে বিয়ে করি: মন্দিরা

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘নীলচক্র’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। বড় পর্দায় তাদের রসায়ন এতটাই হৃদয়গ্রাহী হয়েছে যে, দর্শক এখন তাদের বাস্তব জীবনেও এক হতে বলছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্ময়কর মন্তব্য করেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, “এটা আমার জীবনের দ্বিতীয় সিনেমা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি— সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, ‘আপনারা বিয়ে করে ফেলুন!”

আরো পড়ুন:

প্রশ্ন ছুড়ে দিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, “প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!”

দর্শকদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন, “শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কীভাবে? কিন্তু বাস্তবে... এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।”

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শুভ ও মন্দিরার রোমান্টিক দৃশ্য ও পর্দার রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়