ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অত্যাচারী’ স্বামীর মৃত্যুতে কারিশমার শোক, যা বললেন জয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১৪ জুন ২০২৫   আপডেট: ২০:৫৪, ১৪ জুন ২০২৫
‘অত্যাচারী’ স্বামীর মৃত্যুতে কারিশমার শোক, যা বললেন জয়া

প্রাক্তন স্বামীর সঙ্গে কারিশমা কাপুর, জয়া আহসান

কয়েক দিন আগে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। কারিশমা কাপুরের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী সঞ্জয় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ফলে প্রায় এক দশক আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সঞ্জয়ের মৃত্যুতে কারিশমা শোকগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানা যায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতায় অবস্থান করছেন। ‘অত্যাচারী’ প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোকগ্রস্ত কারিশমা, এটা কী গ্রহণযোগ্য? জয়া আহসানের কাছে এই প্রশ্ন রাখে ভারতীয় একটি গণমাধ্যম।

আরো পড়ুন:

জবাবে জয়া আহসান বলেন, “এই শোক স্বাভাবিক। কারণ সম্পর্কে থাকাকালীন কারিশমা-সঞ্জয় একসঙ্গে সময় পার করেছেন। সেই সময়কে তো অস্বীকার করা যায় না। সেই সম্পর্কে তো সন্তানও আছে, ভালোবাসা আছে, তিক্ততা আছে, মিষ্টতাও আছে। সেগুলো তো ভুলে যাওয়া যায় না! সম্পর্কে গার্হস্থ্য হিংসা থাকলেও প্রাক্তন স্বামীর মৃত্যুর পরে শোক থাকতে পারে। স্বামীর মধ্যে হিংসার আচরণ সেটা তার অসুস্থতার কারণ হতে পারে।”

কোনো মানুষকেই একভাবে দেখা উচিত নয় বলে মনে করেন জয়া। আবার একজন নারী যদি মনে করেন, স্বামী অত্যাচার করলে আশ্রয় বা নির্ভরতার সাপেক্ষে তাকে সেই স্বামীর সঙ্গে আজীবন থেকে যেতে হবে, সেটাও এই সময়ে মেনে নিতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, “এখন সময় এমন নয় যে, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাবেন, পরজীবী হয়ে বাঁচবেন। আমি একেবারেই তা মনে করি না।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়