ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালে পড়েছিল মডেলের গলা কাটা লাশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৬ জুন ২০২৫   আপডেট: ১৭:৪৪, ১৬ জুন ২০২৫
খালে পড়েছিল মডেলের গলা কাটা লাশ

সিম্মি চৌধুরী শীতল

ভারতীয় মডেল সিম্মি চৌধুরী শীতলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) হরিয়ানার সোনিপথের খারখন্দ এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৩ বছর।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, শীতল পানিপথের বাসিন্দা ছিলেন। হরিয়ানাভিত্তিক মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করতেন। পুলিশ গভীর রাতে মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। সোনিপথ পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আরো পড়ুন:

এর আগে শীতলের বোন নেহা মাতলাউড়া থানায় মডেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়েছে, গত ১৪ জুন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য আহার গ্রামে যান শীতল। কিন্তু তারপর আর বাড়ি ফিরেনি। ডিএসপি রাজবীর সিং নিশ্চিত করেছেন— শীতলকে খুন করা হয়েছে। 

গত ১৪ জুন রাতে শীতল তার বোন নেহাকে ফোন করেছিলেন। শীতলের প্রাক্তন বন্ধু সুনীল শুটিং সেটে তাকে মারধর করেছে। এ তথ্য জানিয়ে নেহা বলেন, “সুনীলের সঙ্গে যাওয়ার জন্য শীতলকে চাপ দিচ্ছিল। এরপর তার ফোন কেটে যায়। তারপর আর শীতলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।”

১৫ জুন, সুনীলের গাড়ি দিল্লির একটি খালে পড়ে যায়। এ তথ্য স্মরণ করে নেহা বলেন, “আমাদের সন্দেহ, সুনীল আমার বোনকে হত্যা করেছে এবং সে একটি মিথ্যা গল্প তৈরি করছে।”

সোনিপথের এসিপি অজিত সিং ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “একটি খালে এক নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়ায় জানা যায়, পানিপথে শীতল নামে এক নারী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়