ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিং শেষ হওয়ার আগেই রাম চরণের সিনেমার আয় ১৫৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১৯ জুন ২০২৫   আপডেট: ০৮:৩৩, ১৯ জুন ২০২৫
শুটিং শেষ হওয়ার আগেই রাম চরণের সিনেমার আয় ১৫৫ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তার অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমা চলতি বছরের শুরুতে মুক্তি পায়। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। রাম চরণকে নিয়ে নতুন মিশন শুরু করেছেন পরিচালক বুচি বাবু সানা। 

তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ট্রেনে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরা চালু করেন নির্মাতা। হায়দরাবাদে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। মাত্র শুটিং শুরু হওয়া সিনেমাটি এরই মধ্যে মোটা অঙ্কের অর্থ আয় করেছে। 

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ওটিটি মার্কেটে ‘পেদ্দি’ ইতিহাস তৈরি করেছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। ১০৫-১১০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৪৮-১৫৫ কোটি টাকা) সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ডিজিটাল স্বত্বর মধ্যে এটি অন্যতম।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

তাছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর. রহমান। এরই মধ্যে সিনেমাটির চারটি গানের শুটিং শেষ করেছেন নির্মাতারা। এখন হায়দরাবাদে জোর গতিতে শুটিং চলছে। খুব শিগগির সেখানে যোগ দেবেন জাহ্নবী কাপুর।

২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেদ্দি’ সিনেমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৭ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়