ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তানহা মৌমাছির বিয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৯ জুন ২০২৫  
তানহা মৌমাছির বিয়ে

তানহা মৌমাছি

বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছি। শিল্পপতি রেহান খান রাজীবের একমাত্র ছেলের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

গত ২৪ মে, দুই পরিবার বসে বিয়ের পাকা কথা সেরেছেন। এখন চলছে বিয়ের তোড়জোড়। বিয়ের অনুষ্ঠানটা হবে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে—একদম রাজকীয় আয়োজনে!

আরো পড়ুন:

তানহা মৌমাছি বলেন, “পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিক থাকলে এ মাসেই কাছের মানুষদের নিয়ে হবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

‘কি দারুণ দেখতে’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তানহা মৌমাছির। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’ কিংবা ‘বউ বানাবো তোকে’ শিরোনামের সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাগুলোর নাম শুনেই বোঝা যায়, প্রেম-বিয়ের গন্ধ আগে থেকেই ছিল ক্যারিয়ারে। এবার সেই গল্পের বাস্তব রূপ দিতে যাচ্ছেন তানহা।

বিয়ের আগে তানহার হাতে আছে দুটি সিনেমা—একটি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’, অন্যটি রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’। দুটি সিনেমায়ই তার নায়ক আমান রেজা। প্রেম, অ্যাকশন, ড্রামা—সবই আছে এই সিনেমাগুলোতে। তবে আপাতত রিয়েল লাইফের রোমান্সেই মন দিচ্ছেন মৌমাছি! বলতেই হয়, এই মৌমাছি এবার ফুল বাগানে স্থায়ী হচ্ছেন!

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়