ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবাহের চেয়ে বন্ধুত্বটা বেশি ইফেক্টিভ: মম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২১ জুন ২০২৫   আপডেট: ১৩:০০, ২১ জুন ২০২৫
বিবাহের চেয়ে বন্ধুত্বটা বেশি ইফেক্টিভ: মম

জাকিয়া বারী মম

অভিনেত্রী জাকিয়া বারী মম ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন পরিচালক এজাজ মুন্নাকে। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু সংসারটা টেকেনি। একমাত্র ছেলে উদ্ভাস মায়ের সঙ্গেই থাকে। ২০১৩ সালের দিকে মুন্নার সঙ্গে বিচ্ছেদ হয় মমর। এদিকে বিয়ের পরে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে বলে জানিয়েছেন মম। দুইজনই সন্তানকে সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন।

মম একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা আসা-যাওয়ার মধ্যেই থাকি। আমার ছেলের মেন্টাল হেল্থের যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুজনেই চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে বিবাহের চেয়ে বন্ধুত্বটা জীবনে অনেক বেশি ইফেক্টিভ। মুন্না সেই সাপোর্টটা আমাকে দিচ্ছে।’’

আরো পড়ুন:

জাকিয়া বারী মম আরও বলেন, ‘‘মুন্না একজন ভালো বন্ধু। আমার কাছে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

উল্লেখ্য,  মম দ্বিতীয় বিয়ে করেন পরিচালন শিহাব শাহীনকে। বিয়ের ঠিক চার বছর পরে-২০১৯ সালে সেই সংবাদ প্রকাশ্যে আসে। কিন্তু তার ঠিক এক বছর পরেই শিহাব শাহীনের সঙ্গেও সংসার ভেঙে যায় মমর।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়