মা হারালেন অভিনেত্রী অর্ষা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

মাসুদা হক, নাজিয়া হক অর্ষা
শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রী নাজিয়া হক অর্ষার পরিবারে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা মাসুদা হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন।
মায়ের অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে শোবিজ থেকে কিছুটা দূরে ছিলেন অর্ষা। জানানো হয়, চিকিৎসা ও মায়ের সেবাতেই নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছিলেন তিনি। বিভিন্ন সময় অর্ষা বলতেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা।
সুন্দরী প্রতিযোগিতা থেকে ক্যারিয়ার শুরু করে নাটক, চলচ্চিত্র ও ওটিটি—সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছেন নাজিয়া হক অর্ষা।
‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’সহ একাধিক ওটিটি প্রজেক্টে তার অভিনয় প্রশংসিত হয়েছে। মা হারানোর এই গভীর দুঃখের সময়ে অর্ষার পাশে থাকছেন সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
ঢাকা/রাহাত/লিপি