ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডে মা হলেন স্বাগতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২২ জুন ২০২৫   আপডেট: ১৩:৫৩, ২২ জুন ২০২৫
থাইল্যান্ডে মা হলেন স্বাগতা

স্বাগতা

মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সদ্যোজাত কন্যা সুস্থ আছেন বলে জানা গেছে।

শনিবার (২১ জুন) কন্যার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন স্বাগতা। কন্যার নাম জানিয়ে ছবির ক্যাপশনে লেখেন, “মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।”

আরো পড়ুন:

এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন স্বাগতা। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী শাহনাজ খুশি, বিজরী বরকতুল্লাহ, আজমেরী হক বাঁধন, গায়িকা দিনাত জাহান মুন্নী,  দিলশান জাহান কনা প্রমুখ।

এই মাতৃত্বের যাত্রায় স্বাগতা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসকরা যখন তাকে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেন, তখন নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার লক্ষ্যে পাড়ি জমান থাইল্যান্ডে। গত দুই মাস ধরে থাইল্যান্ডে রয়েছেন তিনি। তবে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পেরেছেন কি না তা অবশ্য জানাননি এই অভিনেত্রী।

২০২৪ সালের ২৪ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে। লন্ডন প্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটিতে, পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন সেখান থেকে। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। স্বাগতা-হাসান দম্পতির এটি প্রথম সন্তান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়