ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন পিয়া জান্নাতুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৭:৫৫, ২৪ জুন ২০২৫
বাবা হারালেন পিয়া জান্নাতুল

মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মারা গেছেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহমুদ হাসান চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবরটি জানানো হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়েই তিনি খুলনার উদ্দেশে রওনা হন। জানা গেছে, সেখানেই তার বাবার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

আরো পড়ুন:

পরিবারের পক্ষ থেকে মাহমুদ হাসান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। রবিবার (২২ জুন) খুলনার একটি হাসপাতালে তার গলব্লাডারের অপারেশন হয়। পরের দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। ২০০৮ সালে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর টিভি বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে দেশের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় পিয়ার। অভিনয়ের পাশাপাশি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়