ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরবাসে থেকেও কাজ-ভক্তদের ভোলেননি পারসা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৩, ২৪ জুন ২০২৫
পরবাসে থেকেও কাজ-ভক্তদের ভোলেননি পারসা

পারসা ইভানা

ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা এখন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। ছোট পর্দার প্রিয় এই মুখ ক্যামেরা থেকে কিছুটা দূরে থাকলেও, নাচের মঞ্চে ঠিকই আলো ছড়াচ্ছেন। মনোরম প্রবাসজীবনে পারসার প্রাণখোলা নৃত্য আর অভিব্যক্তি মুগ্ধ করছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

শুধু দর্শক নয়, অভিনয়ে অনুপস্থিতি পারসাকেও আলোড়িত করছে ভেতর থেকে। তাই তো এই দূরদেশে থেকেও নিজের গভীর উপলব্ধির কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল (২৪ জুন) নিজের ফেসবুকে পারসা লেখেন, “আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূরদেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য; যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি।”

আরো পড়ুন:

নতুন রূপে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে পারসা লেখেন, “জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সকল দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।”

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক স্কট দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অভিনেতাদের গাইড করছেন। অনলাইনে জুম প্ল্যাটফর্মে পারসা অডিশন দিয়ে যুক্তরাষ্ট্রে যান।

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’— নাটকে অভিনয় করে যে পারসা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই পারসা অভিনয়ের বাইরেও একজন দুর্দান্ত মডার্ন ড্যান্সার। বর্তমানে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে তার নাচের পরিবেশনা ছড়িয়ে দিচ্ছে আনন্দের রং।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়