ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমুদ্রতটে উজ্জ্বল ববি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৭:৫২, ২৫ জুন ২০২৫
সমুদ্রতটে উজ্জ্বল ববি

ববি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বছরের ঈদে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর কেটে গেছে বহুদিন, এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।

তবে পর্দার আড়ালে থাকলেও আলোচনার বাইরে নেই ববি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম-ফেসবুকে প্রতিনিয়তই শেয়ার করছেন নিজের নতুন সব মুহূর্ত।

আরো পড়ুন:

ববি


বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন ববি। পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সাদা পোশাকে সমুদ্রতটে দাঁড়িয়ে তোলা কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। খোলা আকাশ আর নীল জলরাশি—তার মাঝে স্বচ্ছ সাদা পোশাকে ববি যেন এক শান্ত নির্জনতার প্রতীক। ছবির ভঙ্গিমা এবং পোশাকের সূক্ষ্ম নকশা যেন নতুনভাবে হাজির করেছে এই অভিনেত্রীকে।

পোস্টের ক্যাপশনে ববি লিখেন, “যে চিন্তাগুলো আপনাকে সুখী করে, সেই চিন্তাগুলো আপনাকে সুস্থ করে তোলে।” এদিকে, ভ্রমণ, বিশ্রাম, এবং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প বলছে ছবিগুলো।

জানা যায়, দেশে ফেরার আগে ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমার সঙ্গে। এর মধ্যে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো এবারের ঈদে মুক্তির কথা ছিল, তবে নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে।  

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি বেছে কাজ করছেন। সময়ের চাহিদা বুঝে, চরিত্রের গভীরতা বিচার করেই কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত পরিসরে নিজেকে সমৃদ্ধ করেই চলচ্চিত্রে ফিরবেন ববি। অস্ট্রেলিয়ার নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোলা এই ছবিগুলো যেন সেই প্রত্যাবর্তনেরই নীরব ইঙ্গিত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়