ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেফালির মৃত্যু বিশ্বাস করতে পারছেন না নিরব

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৭:২৫, ২৮ জুন ২০২৫
শেফালির মৃত্যু বিশ্বাস করতে পারছেন না নিরব

‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমালেন। মাত্র ৪২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। শেফালির মৃত্যুতে শোক জানিয়েছেন চিত্রনায়ক নিরব।

নিরব ফেসবুক পেজে শেফালির সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।”

তিনি বলেন, “ভারতে যেমন জনপ্রিয় ছিলেন, বাংলাদেশেও তার পরিচিতি কম ছিল না। ২০২১ সালে তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেখানেই আমাদের দেখা ও দীর্ঘ সময় কথা হয়েছিল। পর্দায় যেভাবে তাকে দেখেছি, বাস্তবে তিনি একেবারেই অন্যরকম— অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ। যতক্ষণ অনুষ্ঠান চলেছে, তাকে হাস্যোজ্জ্বল দেখেছি। আজ তার মৃত্যুর খবর শুনে বারবার সেই হাসিমাখা মুখটাই চোখে ভাসছে। ৪২ বছর বয়সে এমন বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন।”

নিরবের পোস্টে শেফালীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে। কেউ লিখছেন, “আমিও বিশ্বাস করতে পারছি না,” আবার কেউ বলছেন, “শকিং নিউজ’, “তার আত্মার শান্তি কামনা করি।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়