ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫০, ১ জুলাই ২০২৫
দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি

স্বামীর সঙ্গে অর্ষার আনন্দঘন মুহূর্ত

অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত বছর এ জুটির প্রেম পরিণয় পায়। মঙ্গলবার (১ জুলাই) এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন অর্ষা। 

স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন অর্ষা। এ ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, “প্রিয় স্বামী, আমরা একসাথে আরো অনেক সুন্দর বছর কাটাতে পারি। আমাদের ভালোবাসা পাহাড়ের মতো উঁচু এবং জ্ঞানের মতো গভীর হোক। শুভ বিবাহবার্ষিকী।” 

আরো পড়ুন:

অর্ষার এই পোস্টের কমেন্টবক্স তার সহকর্মী শিল্পীদের ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তানিয়া বৃষ্টি, আইরিন সুলতানা, অভিনেতা রাশেদ মামুন অপু, শ্যামল মাওলা প্রমুখ। 

২০২৩ সালের ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন অর্ষা। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।” 

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। অর্ষা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১: সেইসব দিন’। 

অন্যদিকে, মোস্তাফিজুর নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর ‘আলফা’, ‘গাড়িওয়ালা’, ও ‘সাহস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন। ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেতা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়