ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২ জুলাই ২০২৫   আপডেট: ২২:৪৯, ২ জুলাই ২০২৫
সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল থাকায় আটকে থাকা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘অমীমাংসিত’ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।

সিনেমাটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির কথা ছিল। তবে বিতর্ক উঠলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে এটি সেন্সর বোর্ডে জমা দিতে হয়। প্রথমে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলা হলেও আপিলের পর সিনেমাটি সনদ পায়।

আরো পড়ুন:

সিনেমাটির গল্প নিয়ে এখনও বিতর্ক থাকলেও নির্মাতা রায়হান রাফী জানান, "মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পরে জানানো হবে।”

২০১২ সালে রাজধানীতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সেই হত্যা মামলা এখনও অমীমাংসিত।

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়